প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৯:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ
মু.হোসেন বাবলা: চসিকের মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমাম হোসেনের সার্বিক দিক নির্দেশনায় বন্দর ইপিআই জোনের আওতায় নবাগত জোনাল মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মজিদ সিকদারের পরিচালনায় ৬ টি ওয়ার্ডের ১৭৭ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সম্পন্ন হয়েছে।
১৫ মার্চ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কর্মসূচিতে প্রায় ৮৫ হাজার শিশুর লক্ষ্য মাত্রা অনুযায়ী ১৭৭টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন বন্দর জোনের ইপিআই টেকনিশিয়ান মোঃ নাজিম উদ্দিন চৌধুরী।
তিনি আরো বলেন,বেপজা, নৌবাহিনী, বিমান বাহিনী, এনজিও সংস্থা মমতা,এডিডিএস,প্রাচিকস সহ ৬ ওয়ার্ড সচিবের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ০৬ মাস বয়সী শিশুদের ১৫ হাজার নীল রঙের ক্যাপসুল এবং ১-৫ বছর বয়সী শিশুদের ৭০ হাজার লাল রঙের ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হয়েছে।
এছাড়া বাদ পড়া শিশুদের আগামী ২/৩ দিন পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ও ইপিআই জোনের অফিসে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মসূচি বাস্তবায়নে ৩৯ নং ওয়ার্ড অফিস,৪০,৪১,২৬,৩৭ ও ৩৮ নং ওয়ার্ড অফিসে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এদিকে এনজিও সংস্থা মমতা -১, এডিডিএস অফিস (সিইপিজেড) প্রাচিকস কার্যলয় বন্দরটিলা এবং চট্টগ্রাম বন্দর হাঁসপাতালেও এই কার্যক্রম দিন ব্যাপী সম্পন্ন করা হয়েছে।
দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের ইপিআই জোনের উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় সার্বিক সহযোগিতা করে হেলথ এসিস্ট্যান্ট মোঃ সাইফুল ইসলাম, মমতার প্রোগ্রাম অফিসার মোঃ মোরশেদ আলম, স্থানীয় ক্লাবের সভাপতি, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা ডা উদয়ন কান্তি মিত্র সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।