• মহানগর

    জনগণ সমর্থিত সংসদ ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না: আমীর খসরু

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৯:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার।

    এটাই মূলশক্তি। তাই জনগণ সমর্থিত সংসদ ছাড়া কোনো দিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না।

    শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে চায়।

    মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে, সেটাকে অনুধাবন করতে হবে জানিয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা ধরে রাখতে হবে। শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে। সেটা আমাদের ধারণ, অনুধাবন করতে হবে। সেই প্রত্যাশার পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পাই, গণতান্ত্রিক দেশ যাতে পাই। একই সঙ্গে মেধানুযায়ী যাতে সবাই যেন সমান সুযোগ পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

    রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করার কথা উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে, সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান জানানো এটা শিখতে হবে। তা না হলে শত সংস্কারেও কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, কোনো সংস্কার কাজে আসবে না। একটি স্বাধীন সার্বভৌম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজার খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার খান মো. আমিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামে সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও,ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

     

    0Shares

    আরও খবর 25

    Sponsered content