প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১১:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তারা।
এ সময় অভিযোগ সংক্রান্ত রেলের বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।
রোববার (২ মার্চ) দুপুরে নগরের পাহাড়তলীতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল।
বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় তোলার অভিযোগ অনুসন্ধানে এ অভিযান চালানো হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদক সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ ব্যয় তুলে নেয়ার একটি অভিযোগ পায়। এর ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং কিছু নথি জব্দ করেন দুদক টিম।
দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র আমরা দেখেছি। নানা জায়গায় অসঙ্গতি পেয়েছি। সব নথিপত্র যাচাই-বাছাই শেষে আমরা দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব।