প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : “পথ যেন হয় নিরাপদের মৃত্যু নয় ” এই শ্লোগান নিয়ে ফটিকছড়ি উপজেলা সদর বাসস্ট্যান্ড চত্বরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ডিভাইডার নির্মাণ ও নিরাপদ সড়ক দাবিতে ফটিকছড়ি সর্বস্তরের জনসাধারণের উদ্দ্যেগে মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, চৌধুরী সড়ক বিভাগের প্রকৌশলী অনুপম শর্মা, বি.এন.পির নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা মীর মোহাম্মদ মহিন উদ্দিন ফয়েজী কাওছার, গোপাল ঘাটা প্রবাসী কল্যান পরিষদের সদস্য ওমর ফারুক, নাছির শিকদার, যুবদলের নেতা মাহমুদুল হাসানদিলু,মোরশেদ হাজারী,আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল, দিপু,আজিজুল্লাহ,এহেছানুল করিম রাজন,তাসলিমা আকতার, যুব নেতা মোঃ আব্দুল জব্বার, মোহাম্মদ এজাহার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন আমি উদ্ধোতন কর্মকর্তা সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নাজিরহাট নতুন ব্রীজ থেকে বিবিরহাট রাজঘাট ব্রীজ পর্যন্ত ৮ কিলোমিটার ডিভাইডার নির্মাণ আশ্বাস দেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ব্যতিত হন মানববন্ধন কর্মসূচিতে তিনি একাত্মতা ঘোষণা করেন। নিহতদের আত্নার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।