প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০০:৩১ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৫ ইংরেজী পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা,পুরুষ্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৫ইং সকাল দশটায় উপজেলা মাল্টি পারপাস হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা।
এতে জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকসৈ,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন,থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মৈত্রী শিশু সদনের ভান্তে উঃবিচারা ভান্তে, শান্তিরাজ ধর্ম পল্লী ফাদার নিকোলাস, রেমাক্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা,প্রবীণ সাংবাদিক মংবোয়াংচিং মারমা অনুপম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।