• পার্বত্য চট্টগ্রাম

    ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৫:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ পাড়াকারবাডরি গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ৬৯ পদাতিক ব্রিগেডের ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।
    ১৯ শে ফেব্রুয়ারি আলীকদম ব্যাটালিয়ন এবং বাকলাই পাড়া সাব জুনে উপরুক্ত ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    শুরুতে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরে পদাতিক ব্রিগেড ও রিজিওন কমান্ডার অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।একই সময় বাকলাই পাড়া সাব জোন অন্তর্গত বিভিন্ন সম্প্রদায় ধর্মযাজক শিক্ষক প্রশাসনের কর্মকর্তা থেকে অনুষ্ঠান উদযাপন ও মধ্যহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অধিনায়ক দি ম্যাজেস্টিক টাইগারস বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা বান্দরবান শান্তি প্রতিষ্ঠার পথ চলাতে তাদের আত্ম বলিদান এর মাধ্যমে পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ইউনিটের সব সময় তাদের সর্বোচ্চ ত্যাগ,প্রচেষ্টা দিয়ে পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবে।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content