প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ভালো কাজে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
১৯ ফেব্রুয়ারি, বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
জানা গেছে ৫ আগস্টের ছাত্রজনতার গণঅভূত্থানে সারাদেশের প্রশাসনিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। সে সময় ফটিকছড়িতেও আইন শৃঙ্খলা ব্যাহত হয়ে পড়ে। পরিস্থিতির শিকার হয়ে থানা থেকে নিরাপদ স্থানে চলে যায় পুলিশ সদস্যরা। ফলে ফটিকছড়ির নাগরিকদের আইনী সহয়তা ব্যাঘাত ঘটে । বদলি করা হয় অনেক পুলিশ সদস্যকেও। বদলি হয়ে ফটিকছড়ি আসেন নূর আহমদ। এসেই তাঁর মেধা ও চৌকস বুদ্ধিমত্তা দিয়ে ফটিকছড়ি পুলিশ প্রশাসনকে আবারও জনতার পুলিশে রূপান্তর করেন।
কাজের স্বীকৃতি দেওয়ায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আসাদুজ্জামান এবং সকল অতিরিক্ত পুলিশ সুপারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ।
তিনি বলেন, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরস্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। ফটিকছিড়তে যোগদান করার পরপরই আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি পাওয়ার পেছনে ফটিকছড়ি মানুষেরও অবদান রয়েছে। ফটিকছড়ির মানুষ আইন শৃঙ্খলা রক্ষায় আমাকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছে। আশাকরি এ সহায়তা অব্যাহত রাখবে।