• দক্ষিণ চট্টগ্রাম

    চন্দনাইশ এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে নিয়াজুল আমিন চৌধুরী সংবর্ধিত

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশত বছর পূর্তি উৎসব আজ বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০টায় বিদ্যালয় মাঠে স্কুল কমিটির সভাপতি বেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এসময় র‍্যালি ও আলোচনা সভা, প্রবীণ শিক্ষক ও এ স্কুলের কৃতী প্রাক্তন শিক্ষার্থীদেন সংবর্ধনা দেয়া হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহাজারী উপজেলা এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমা, স্কুলের প্রাক্তন কৃতী শিক্ষার্থী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. খালেদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার।

    অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নিয়াজুল আমিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content