• মহানগর

    এশিয়ান আবাসিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন্দরনগরী চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্নিয়া মাদ্রাসার মাঠে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

    কো-অর্ডিনেটর মোঃ আজম এর সঞ্চালনায় উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে সভাপতিত্বে করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের ট্রেজারার শিক্ষাবিদ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ।

    উদ্বোধক ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশারফ।

    বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, জাসস এর পাঁচলাইশ থানার সভাপতি সাইদুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন শাহেদ।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন চীফ কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ এমদাদ উদ্দীন চৌধুরী, কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম,মোঃ ইউনুস ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

    শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯টি গ্রুপের প্রায় ১২০টি বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ করে।পাশাপাশি অভিভাবকদের মাঝেও বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content