প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ১১:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ২৯ জানুয়ারি বুধবার ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট বাজার ও ভুজপুর থানার কাজিরহাট বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এই সময় তিনটি প্রতিষ্ঠানকে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩’র ৪০ এর (খ),(গ),(ঘ) ধারায় ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা) জরিমানা করা হয় এবং ২,০০,০০০(দুই লক্ষ) টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
প্রতিষ্ঠান গুলো হল ১।জাফর ড্রাগ হাউস, পরিচালক মোঃ আবু জাফর,পিতা-আবদুল মালেক,সাং-ভুজপুর,ফটিকছড়িকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।
২।আলিফ মেডিকেল হল,পরিচালক মোঃ ইসরানুল হুদা, পিতা-মোঃ হাসানুল করিম,সাং-বিবিরহাট বাজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা)
৩। আর এ ট্রেডার্স পরিচালক মোঃ পারভেজ চৌধুরী, পিতা-আহামদর রহমান চৌধুরী, সাং-কলেজ রোড,বিবিরহাটকে ১,০০,০০০ (এক লক্ষ টাকা)
আদায়কৃত অর্থ ট্রেজারি চালানোর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।এছাড়া জব্দকৃত সরকারি এবং নমুনা ঔষধ মানব সেবায় প্রদানের জন্য গাউসিয়া হক কমিটিকে প্রদান করা হয়।
অন্যান্য বিক্রয় নিষিদ্ধ, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ ধবংস করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টবাণীকে জানান।