• মহানগর

    নিজাম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ১১:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ঢাকা অফিস প্রধান, বিএনএর প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (২৯ জানুয়ারি) ভোর পাঁচটায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

    তাঁর ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদেরী শওকত ও ক্লাবের সিনিয়র সদস্য সামশুল হক হায়দরী যৌথ বিবৃতি প্রদান করেন।

    চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিজামউদ্দিন আহমদ ছিলেন পেশাদার সৎ সাংবাদিক এবং বর্তমানের আধুনিক চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যতম রূপকার।

    অত্যন্ত বন্ধু বৎসল, সাহসী ও সতীর্থদের প্রতি সহমর্মিতাসম্পন্ন নিজামউদ্দিনের মত সাংবাদিক বর্তমানে বিরল। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত একজন মুক্তি সংগ্রামী।

    বিবৃতিতে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিন আহমদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content