• মহানগর

    দক্ষিণ হালিশহরে জামায়াতে ইসলামীর দাওয়াতী‌ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর সাইট পাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম বলেন, দীর্ঘ বছর দোসর ও জালেমী কায়দায় রাষ্ট্র পরিচালনাকারীদের এদেশের রাজনৈতিক ভাবে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না,কেউ যদি স্বৈরাচারী সরকারের ন্যায় ওদের সহযোগিতা করতে চাইলে জনরোষের মাধ্যমে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের প্রতিরোধে জনমত গঠন করে রাষ্ট্রীয় আইনে বিচার করে তার পর রাজধানীর মাঠে নামতে পারেন।

    অন্যথায় জামায়াতে ইসলামী সাংগঠনিক ভাবে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

    সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ রহিম বিশ্বাসের সভাপতিত্বে ও ডাঃ মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সদস্য ও ইপিজেড থানা জামায়াতের আমীর মোঃ আবুল মোকাররম।

    আলোচকদের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী ও ৩৯ নং ওয়ার্ড জামায়াতের নেতা এড, মোঃ শাহেদ । দাওয়াতী সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মুজিবুল হক বকুল, জামায়াত নেতা মোঃ ওসমান গনি, মোঃ শফিউল আলম শফি, মোঃ ইউনুছ, ডাঃ মোঃ আলী, আঃ মান্নান, মাওলানা মুহাম্মদ বখতিয়ার হোসেন,যুব সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সংগঠক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় নারিকেল তলাস্থ মেইনরোড সংলগ্ন এলাকায় সাংগঠনিক দাওয়াতী সভায় শতশত গণমানুষ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পরিশেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content