প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ১১:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী : তুচ্ছ ঘটনায় সিইপিজেডের দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কারখানা দুটিতে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, সিএমপি ও শিল্পপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কয়েকদিন ধরে জেএমএস’র শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিল। দুইদিন বন্ধ থাকার পর বিষয়টির সমাধান হয়। শনিবার কারখানা চালু হয়। এদিন সকালে মেরিনকো’র শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে আন্দোলন শুরু করে। এরপর দুইপক্ষ সংঘাতে জড়ায়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনায় পাশাপাশি দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কারখানা দুটিতে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এক কারখানার শ্রমিকদের সাথে আরেক কারখানার শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। আহত হয়ে ১২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।