• উত্তর চট্টগ্রাম

    নাজিরহাট পৌরসভার ৩টি প্রকল্প কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৫ , ৯:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন।
    বৃহস্পতিবার (৯ জানুয়ারী) নাজিরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডে প্রায় ৪ কোটি ৮৫ লক্ষ টাকার ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়

    প্রকল্প ৩টি হলো
    ১. ০৫ নং ওয়ার্ডস্থ ছতুল্লা ব্রীজ নির্মাণ, যাহার চুক্তিমূল্য- ২,৮৫,৪৬,৩৩৪(দুই কোটি পচাঁশি লক্ষ ছয়চল্লিশ হাজার তিন শত চোত্রিশ টাকা
    ২. ৫ নং ওয়ার্ডস্থ ধুরুং-দৌলতপুর সড়ক, চুক্তিমূল্য ৬৩,৭৪,২৪৫ (তেষট্টি লক্ষ, চুয়াত্তর হাজার, দুই শত পয়তাল্লিশ টাকা) সড়ক, চেইনেজ- ৯৫০.০০ মিটার
    ৩. ⁠৪ নং ওয়ার্ডস্থ আনোয়ার আলী চৌধুরী সড়ক
    চুক্তিমূল্য- ১,৩৫,৪৩,১৯০(এক কোটি, পয়ত্রিশ লক্ষ, তেতাল্লিশ হাজার, একশত নব্বই টাকা) টাকা, চেইনেজ- ১৬৫০.০০ মিটার।

    এ সময় পৌর কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা এম, আবদুল শহিদ ভুঁইয়া,পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ স্থানীয় এলাকাবাসীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর 27

    Sponsered content