• পার্বত্য চট্টগ্রাম

    কাইচতলী দারুল উলুম ইসলামিয়া হেফজ ও এতিমখানার বার্ষিক সভা

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৫ , ১০:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম (শহীদ): বান্দরবান সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নের অন্তর্গত ২ নাম্বার ওয়ার্ড কাইচতলী দারুল উলুম ইসলামিয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা এবং দস্তার বন্দী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১০জানুয়ারি জুমাবার ২০২৫,দক্ষিণ চরতি মজিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় মাদ্রাসা পরিচালক মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দস্তার বন্দী মাহফিলে প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি হারুন খতিব কেরানিহাট জামে মসজিদ সিনিয়র মুহাদ্দিস জামেয়া হয়াহেদিয়া, বোয়ালখালী চট্টগ্রাম।

    প্রধান বক্তা মাওলানা আহমদ বিন সালাম, শিক্ষক এমদাদুল উলুম মাদ্রাসা বোয়ালখালী, চট্টগ্রাম। প্রদান আকর্ষণ মাওলানা আব্দুল লতিফ সিকদার, খতিব সুয়ালক সিকদার পাড়া জামে মসজিদ।

    বিশেষ বক্তা বৃন্দ কাইচতলী জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব হোসেন,তুলাতলী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান,পুর্ববাকর আলী জামে মসজিদ খতীব মাওলানা মনজুরুল আলম, উত্তর কাইচতলী জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক,তুলাতলী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন, হলুদিয়া জামে মসজিদের খতিব মাওলানা এমরান, হলুদিয়া বিসমিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মাহফুজুর রহমান।

    পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে সভার শুচনা করেন হাফেজ মোহাম্মদ রাইহান ও হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content