প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ১২:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : আল্লাহর অলিদের ছোহবত বসে নিজের জীবনকে পরিচালিত করে নিজকে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসাকে আরবি শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতি কল্যানে কাজ করতে হবে।
শনিবার (৪জানুয়ারী) ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডস্হ দৌলতপুর বারৈয়ারহাট নজিরিয়া আহমদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা ও হেফজ এতিমখানার সালানা জলসা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হালদা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার আলমগীর, উদ্ধোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ হামিদুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রানীহাট ফজিল( ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী,বিশেষ বক্তা ছিলেন হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপার হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফিরুজ আলম রেজভী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী, সহ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আহমদী,আরবী মুদারিস মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, নাজিরীয়া আহমদীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ সৈয়দ আবু নুর আনসারী, আলহাজ্ব মুহাম্মদ ছাদেকুর রহমান চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ রফিকুল আলম, মুহাম্মদ সিরাজুল হক,মুহাম্মদ বেলাল উদ্দিন আহমদ বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ ইউনুস রেজা।