• কক্সবাজার

    চকরিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ১১:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আহমদুল হক: চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি, চকরিয়ার মতবিনিময় সভা অদ্য সন্ধ্যা ৬টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব মাওলানা মেজবাহ উদ্দিনের কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।

    খাইরুল হাসান ইমরুলের সঞ্চালনায় এবং শহিদ ওয়াসিমের পিতা শফি আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জানাকের কেন্দ্রীয় সদস্য জনাব এস এম সুজা উদ্দিন বলেন, “মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই বে অব বেঙ্গল বেসিনে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক লক্ষ্য। প্রতিটি শ্রমিক, কৃষক, মজুর যেনো স্বীয় পরিচয়ে তার মৌলিক অধিকার পায়। এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি”।

    বিশেষ অতিথির বক্তব্যে জানাকের কক্সবাজার সদর প্রতিনিধি সদস্য শহিদ আহসান হাবিবের মা হাসিনা বেগম দ্রুত খুনীদের বিচার সম্পন্ন করতে সরকারের প্রতি আহবান জানান। সভায় জানাকের কক্সবাজারের সংগঠক জনাব মুহাম্মদ ওমর ফারুক বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না।

    জেলা সংগঠক খালিদ বিন সাঈদ বলেন, জাতীয় নাগরিক কমিটি মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলছে দেশজুড়ে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোবারক হোসাইন জিহান, জেসমিন জান্নাত, আবদুল্লাহ আল ফাহিম, সাঈদ হাসান, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ রায়হান (শহিদ আহসান হাবিবের ভাই), ফখরুল ইসলাম আশিক, মুজাহিদুল ইসলাম, সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ। এতে চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content