• মহানগর

    ইন্সপেক্টর হলেন পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবায়ের মৃধা

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ১:০৩:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আফতাব উদ্দিন মাহমুদ ইমন: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মো.জুবায়ের মৃধা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। ১ জানুয়ারি (বুধবার) দুপুরে সিএমপি’র সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত এসআই জুবায়ের মৃধাকে ইন্সপেক্টরের রেঙ্ক ব্যাচ পরিয়ে দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার ও উপ- পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহমেদ।

    ৩০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের এক নির্বাহী আদেশে সারাদেশের ৩৯ জন সাব-ইন্সপেক্টর কে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে। এতে চট্টগ্রামের সিএমপি থেকে একমাত্র এস আই মো. জুবায়ের মৃধাই পদোন্নতি পেয়েছেন।

    পুলিশ হেডকোয়ার্টারের এআইজি আফরিদা রুবাই (পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ জন কর্মকর্তাগণকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ পদে পদোন্নতি প্রদান করা হলো।

    পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. জুবায়ের মৃধার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি সু দীর্ঘদিন যাবত সিএমপি’র কোতোয়ালী থানা, খুলশী থানা ও সর্বশেষ পাঁচলাইশ মডেল থানায় অপারেশন অফিসার হিসেবে সততা ও দক্ষতা তথাপি মানবিক পুলিশ হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content