• জাতীয়

    ডিজেল-কেরোসিনের দাম কমলো

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ১১:০৬:৫২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: বিশ্ববাজারে দাম কমায় দেশেও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছে।

    যা আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা পুননির্র্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত থাকছে।

    পুনর্নির্ধারিত মূল্য ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content