• মহানগর

    বাংলাদেশ তাহফিযুল কুরআন সংস্থার হিফযুল কুরআন প্রতিযোগিতায় এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার সাফল্য

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী :নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদরাসার হিফযুল কুরআন বিভাগের ছাত্র মুহাম্মদ ইয়াসিন আরাফাত ও মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন ২০২৪ সালের বাংলাদেশ তাহফিযুল কুরআন সংস্থা কর্তৃক আয়োজিত (জামিয়া ইসলামিয়া পটিয়া) হিফযুল কুরআন প্রতিযোগিতায় সারা দেশে ২য় গ্রুপে ১ম বিভাগ ও ২য় গ্রুপে ২য় বিভাগে উত্তীর্ণ হয়ে পুরস্কার লাভ করায় মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু, সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী, একাডেমিক এডভাইজার মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী, অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দিকী, মাওলানা এম সোলাইমান কাসেমী, সম্মানিত পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাগণ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এবারের বার্ষিক পরীক্ষার রেজাল্টে এ+ ও এ গ্রেড পেয়ে ১০০% পাশ করেছে আলহামদুলিল্লাহ। উত্তীর্ণ সকল শিক্ষার্থী সম্মানিত অভিভাবক-অভিভাবিকা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content