• মহানগর

    ৫০০ বছরের পুরোনো গির্জায় বড় দিনের বড় আয়োজন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১২:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের পাথরঘাটায় ৫০০ বছরের পুরোনো গির্জায় বড় দিনে চলছে বড় আয়োজন। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ঐতিহ্যবাহী পবিত্র জপমালা রানির গির্জা।

    বড় দিন উপলক্ষে তিন দফা অনুষ্ঠিত হচ্ছে খ্রিষ্টযাগ বা প্রার্থনা। ছিল কয়্যার দলের পরিবেশনা।প্রভু যিশুখ্রিষ্টের স্মৃতিবিজড়িত গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর রেখায় ক্রিসমাস ট্রি নজর কাড়ছে ভক্তদের।

    সূত্র জানায়, এবার পবিত্র জপমালা রানির গির্জায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বাংলায় মহা-খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়েছে। রাত ১২টায় ইংরেজিতে খ্রিষ্টযাগ। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলায় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। বিকেলে আর্চ বিশপ হাউসে বড় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অতিথিরা।

    শুধু পবিত্র জপমালা রানির গির্জা নয়, নগরের সেন্ট মেরিস, এজি চার্চ, আনোয়ারা, পাহাড়তলী, বোয়ালখালীসহ বিভিন্ন স্থানের গির্জাগুলোতে বড় দিনের প্রার্থনার আয়োজন করা হয়েছে।

    বড়দিনকে ঘিরে বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ।

    বড়দিনকে ঘিরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, দ্য পেনিনসুলা চিটাগাংসহ অভিজাত হোটেলে ক্রিসমাস ট্রিসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। খ্রিষ্টপল্লীর ঘরে ঘরে ক্রিসমাস ট্রিসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে।

    সূত্র জানায়, চট্টগ্রামে সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট নামে প্রথম গির্জা স্থাপিত হয় ২৪ জুন ১৬০০ খ্রিষ্টাব্দে। ৮ নভেম্বর ১৬০২ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর ধ্বংস করা হয়। প্রথম গির্জার ধ্বংসস্তূপের ওপর পবিত্র জপমালার রানি গির্জাটি ১৮৪৩ খ্রিষ্টাব্দে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content