• মহানগর

    পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব: ডা. শাহাদাত

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০:৪০:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, ‘ক্লিন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) এ কার্যক্রম চলানো হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

    সেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশের এই উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।

    ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এই কার্যক্রম শুধু সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য নয়, বরং মানুষকে সচেতন করতে এবং তাদের দায়িত্বশীল করে তুলতে আমাদের প্রচেষ্টা।

    প্রোগ্রামের ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন টিম লিডার তানভীর রিসাত। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা। আমরা চাই এখানে আসা পর্যটক এবং দোকানদাররা পরিবেশের প্রতি যত্নবান হন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সহযোগিতা করেন।

    অনুষ্ঠানের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা সৈকতের বর্জ্য পরিষ্কার করেন এবং সেখানে স্থায়ী বর্জ্য বিন স্থাপন করেন। দোকানদারদের মধ্যে সচেতনতা তৈরি করতে তাদের সঙ্গে আলোচনা করা হয় এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অনুপ্রাণিত করা হয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content