• মহানগর

    চট্টগ্রামে পুলিশী হয়রানি ও চাঁদাবাজী বন্ধ সহ ১১ দফা দাবি নিয়ে প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    হোসেন বাবলা: সড়ক-মহাসড়কের পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো- বেড ও সেমি লো- বেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলির কার্যকর সমাধানের লক্ষ্যে ১১ দফা দাবি নিয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে মানববন্ধন ২৪ ডিসেম্বর মঙ্গলবার নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহনের ২০১৮ তে মাত্রাতিরিক্ত জরিমানা বিধান রাখায় সাংঘর্ষিক ধারা উপধারা গুলো সংশোধন, মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন, ২০১৮ সালের পূর্বের রেজিস্ট্রেশনকৃত প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশন এর আওতায় আনা এবং কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ির ফ্লাটবেড নামকরণ,অতিরিক্ত চাকা সংযোজন লো-বেড,সেমি লো- বেড ও কন্টেইনারবাহী ২০ ফুড গাড়ির ধরন পরিবর্তনের নামে মামলা ও পুলিশে হয়রানি বন্ধ, টেক্স টোকেন রোড পারমিট সহ বিভিন্ন করের উপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনার দাবি, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ ১০,০০০ দশ হাজার টাকা করে ট্যাক্স টোকেন ফি অর্ধেক করা, বিআরটিএ কর্তৃক চালকদের পেশাদারি বাড়ি লাইসেন্স দেওয়া, দেশের বিভিন্ন এস্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজের লোড কন্ট্রোল নীতিমালার নামে চাঁদাবাজি বন্ধ করা, চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুবার ট্রেইলার টার্মিনাল নির্মাণ করার দাবি, বিশেষ করে বাংলাদেশ শ্রম আইন অনুসারে সাংঘর্ষিক আইন বাতিল ও সংস্করণ করার দাবি সহ সমগ্র বাংলাদেশের সড়ক মহাসড়কের চলাচলরত সকল পণ্য পরিবহন হইতে মালামাল চুরি ডাকাতি এবং ড্রাইভার হেল্পারদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধন জোর দাবি জানান।

    ১১ দফা দাবি গুলো মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু ছালেহ জুয়েল,সাধারণ সম্পাদক – মোঃ হোসেন, কার্য নির্বাহী সভাপতি মোঃ আনোয়ার হোসেন ,সহ- সভাপতি আলহাজ্ব মোরশেদ হোসেন নিজামী, সহ-সভাপতি- মোঃ শাহাব উদ্দিন রুবেল, সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক – মোঃ সালাউদ্দিন ,অর্থ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম ,দপ্তর সম্পাদক – হাসান মুরাদ বাদশা, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ আজাদ ,নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম, শেখ আলাউদ্দিন শিবলু,মোঃ জামাল,মোঃ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content