• জাতীয়

    একেকজন ডিসি ৩০২ কমিটির সভাপতি

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: মাঠ প্রশাসনে একেকজন জেলা প্রশাসক (ডিসি) তিন শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ডিসিদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনার চিঠি থেকে এমন তথ্য জানা গেছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসকের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

    ওই চিঠিতে জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর তালিকা হালনাগাদে ৩০২ কমিটির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও আরও যেসব কমিটিতে জেলা প্রশাসকরা সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন, তার হালনাগাদ তথ্য মাঠ প্রশাসন সংযোগ শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

    প্রশাসন ক্যাডারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। দেশের ৬৪ জেলায় মাঠ প্রশাসনে শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ডিসি। জেলা পর্যায়ে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

    ডিসি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে থাকেন। তিনি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন।

    এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content