• মহানগর

    সন্ত্রাসী-চাঁদাবাজদের দল, মত, ধর্ম নেই: মেয়র শাহাদাত

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

    রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

    শনিবার (২১ ডিসেম্বর) কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমের সভাপতিত্বে কোতোয়ালী থানা প্রাঙ্গণে ‘সিটিজেনস ফোরাম মত বিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

    মেয়র বলেন, ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না।

    সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।
    মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শাকিলা সোলতানা। উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো. মাহফুজুর রহমান প্রমুখ।

    রাজনৈতিক নেতার মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভায় কোতোয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের অপরাধ নিবারণে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content