• জাতীয়

    বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের যানজট এড়াতে বিদেশগামী যাত্রী এবং অ্যাম্বুলেন্সকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (ডিসেম্বর ২১) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানযাত্রী বহনকারী যানবাহন এবং অ্যাম্বুলেন্স জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে গমন করতে পারবেন।

    ইকোস অব রেভল্যুশন কনসার্টের গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিকও নেবেন না। এছাড়া টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থাও কোনো টাকা নেবে না। বিক্রীত টিকিটের পুরো টাকা জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content