• আন্তর্জাতিক

    ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ১০:০৬:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে বিজেপি সংসদ সদস্যদের এই হাতাহাতির ঘটনা ঘটে।

    এ ঘটনায় বিজেপির দুই এমপি মাথায় আঘাত পেয়েছেন। আহত দুজন হলেন – উড়িষ্যার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

    ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।

    বিজেপির অভিযোগ, প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন। কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে বাধা দেন, ধাক্কা দেন ও হুমকি দিতে থাকেন।

    সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, ভারতীয় সংসদের বাইরে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণ বসে থাকেন। এ সময় রাহুল গান্ধী তার কাছে গিয়ে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিজেপি সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

    এদিকে আহতের শারীরিক পরিস্থিতির কথা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেন, সারাঙ্গির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপও অনেক বেশি ছিল।

    তিনি আরও বলেন, মুকেশ রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। আহত দুজনই আইসিইউতে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

    0Shares

    আরও খবর 15

    Sponsered content