• বিনোদন

    দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী সেখানে লেখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন ।

    এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান।

    ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে।

    প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।

    আরও খবর 20

    Sponsered content