• মহানগর

    চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও আলোচনা সভা

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ১০:৪১:২০ প্রিন্ট সংস্করণ

    মু.হোসেন বাবলা: “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই “-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডস্থ চান্দার পাড়ায় জাতীয় মানবাধিকার সোসাইটি উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবস টি পালন করে।

    কর্মসূচিতে ছিলো মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা এবং মানবাধিকার কর্মী সম্মিলন।

    মঙ্গলবার সকালে চট্টগ্রাম মডেল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধনও রেলি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি অ্যাড.সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও কেয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, সংগঠনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক, বন্দর হাই স্কুলের শিক্ষক আবেদিন রেজা স্যার, মোসা. ইয়াসমিন ইসলাম,চট্টগ্রাম মডেল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাশ,লাকি আক্তার, তানজিনা আক্তার,লাকি দাস, খাদিজা আক্তার, স্বপন দেবনাথ প্রমুখ।

    বক্তারা বলেন,গণ মানুষের অধিকার আদায়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরো গতিশীল এবং দেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া জনগণের সচেতনতা ও শৃঙ্খলা বোধ সৃষ্টি করতে সর্বদা গণমুখী পদক্ষেপ নিতে হবে।

    এদিকে জাতীয় মানবাধিকার দিবস পালনে পতেঙ্গাস্থ কেইপিজেড গেট এলাকায় মঙ্গলবার সকালে ইউনিটি ফর ইউনিভার্স‌ হিউম্যান অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি কেন্দ্রীয় যুগ্ম সচিব মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে অন্যান্যের মধ্যে জাকারিয়া হোসেন জাকির, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সবুজ, নারী নেত্রী শাহনাজ পারভীন, এনামুল হক, লিটন বক্তব্য রাখেন।

    বন্দরটিলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভা সিপিআরএস সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলাল’র সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।

    এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন নিযামী, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, নারী নেত্রী আয়শা আক্তার, নারী সংগঠক মারুফ আক্তার, মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, সংগঠক মোঃ আকতার হোসেন, সহকারী আইন সম্পাদক মোঃ আলাউদ্দিন, এনজিও অফিসার মোঃ মোর্শেদ আলম,মোঃ রাসেল হোসাইন, সদস্য মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ মুরাদ আলী সহ জেলা ও থানা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সার্ক মানবাধিকার সংগঠন, অধিকার,আইনী সহায়তা কেন্দ্র আসক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

    আরও খবর 25

    Sponsered content