• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে পুলিশ সুপারের মত বিনিময়

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবান পুলিশ পুলিশ সুপার জেলার বিভিন্ন উপজেলায় জনমানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে থানচি থানায় আগমন করেন।

    ৫ই নভেম্বর দুপুরে সাড়ে ১১টার দিকে থানচি মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অফিসার ইনচার্জ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কায়সার পিপিএম বার।

    এতে থানচির বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি কলেজের প্রভাষক আবুল হাসেম, মৈত্রী শিশু সদনের উঃ বিচারা ভিক্ষু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা, থানচি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, হেডম্যান কারবারি, ছাত্র প্রতিনিধি, ধর্ম গুরুসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

    এসময় পুলিশ সুপার বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানচি ও বান্দরবান জেলায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আপনাদের যে কোন আইনি সহায়তার জন্য ওসি আছে ওনার কাছে আসবেন, ছোট খাটো সামাজিক সমস্যা আপনারা সমাধান করার চেষ্টা করবেন,খুন ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ ইত্যাদি অপরাধ বিষয়ে পুলিশের সহযোগিতা নিন। তিনি আরো বলেন

    দেশে চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে সকল জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কোন প্রকার উস্কানিমূলক ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে সকল প্রশাসনের সাথে আলোচনা করে পর্যটন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    আরও খবর 29

    Sponsered content