• আন্তর্জাতিক

    ফিনল্যান্ডে কাউন্সিলর প্রার্থী হলেন চট্টগ্রামের তাসলিমা

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১১:৩১:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চট্টগ্রামের তাসলিমা আকতার জামান। আগামী এপ্রিলে অনুষ্ঠিত ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিলর নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি।

    সোমবার (২ ডিসেম্বর) কোকোমুস পার্টি তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়।

    এবারের নির্বাচনে হেলসিংকি শহরের কাউন্সিলে কোকমুস পার্টি থেকে তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী।

    আগামী বছর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। নির্বাচনে এপ্রিলের ২-৮ তারিখ দেয়া যাবে আগাম ভোট। ভোট দিতে পারবেন ফিনল্যান্ডে ২ বছর বসবাসরত যে কেউ।

    তাসলিমা বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ বিকাশে বাজেট বরাদ্ধ বাড়ানো। যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়জনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্ধ নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সব সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ছাত্রদের নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ ও বয়োবৃদ্ধদের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করবো।

    তাসলিমা ফিনল্যান্ড হতে প্রকাশিত একমাত্র বাংলা অনলাইন সংবাদ২১ ডটকমের প্রকাশক। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি খেলাধুলার কল্যাণে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।

    চট্টগ্রম শহরে জন্ম নেওয়া তাসলিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রীধারী। তিনি ব্যবসায়ের পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। ২০০৯ সালে পারিবারিক ভিসায় তিনি ফিনল্যান্ডে আসেন। তিনি ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জননী।

    বাংলাদেশি প্রবাসীদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল স্থানীয় নির্বাচনে নির্বাচিত হলে তা হবে হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়।

    0Shares

    আরও খবর 15

    Sponsered content