প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ১১:১০:৫৩ প্রিন্ট সংস্করণ
আহমদুল হক: জামায়াত ইসলামী মানুষের দুঃসময়ে সবসময় পাশে থাকে বলে মন্তব্য করেন কক্সবাজার-৩ (সদর,রামু এবং ঈদগাঁ) আসনের সংসদ পদপ্রার্থী সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর। ৩ ডিসেম্বর মঙ্গলবার খুনিয়াপালং ছাদিরকাটা দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ফরিদুল আলম কে অর্থ হস্তান্তর কালে এমন মন্তব্য করেন।
তিনি বলেন ফরিদ একজন মুসলিম, কিন্তু তার জায়গায় অমুসলিম হলেও তার পাশে আমরা দাড়াতাম। ইসলাম যেকোন মানুষের দুঃসময়ে পাশে থাকার নির্দেশ দেই।
গত শনিবার দুর্বৃত্তদের আগুনে কিটনাশক এবং বীজের দোকান পুড়ে (ফরিদের ভাষ্যমতে) প্রায়ই ১০-১২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে জানান।
ক্ষতির কথা জেনে জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেই।
রামু উপজেলা সেক্রেটারী আবু নাঈম মোহাম্মদ হারুন বলেন, আমরা এতদিন আপনাদের পাশে আসতে পারি নি বিগত সরকারের চাপে। এখন আসতে পারলাম সবসময় আপনাদের পাশে থাকতে চাই।
জামায়াতে ইসলামী খুনিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা সেক্রেটারী আবু নাঈম মোহাম্মদ হারুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা সভাপতি মুক্তার আহমদ, ডাঃ নসরুল্লাহ রায়হান, ফকরুদ্দিন রাজী, মুজাম্মেল হাকিম প্রমূখ।