• মহানগর

    ১০ কোটি টাকার সিগারেটের চালান আটক

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে চট্টগ্রাম বন্দরে আসা ২০ ফুট দীর্ঘ এক কনটেইনার সিগারেট আটক করেছে কাস্টম হাউস। থাইল্যান্ড থেকে আসা এ চালানে ৭৪০ কার্টনে ৭৪ হাজার শলাকা সংযুক্ত আরব আমিরাতে তৈরি Lamer ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে।

    যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি, এর বিপরীতে রাজস্বে পরিমাণ ৯ কোটি। রোববার (১ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কাস্টম হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

    সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

    রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় খেয়াতি লেদার ইনোভেশনস বিডি লিমিটেডের নামে আসা কনটেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা শুরু করে এআইআর টিম। এ সময় বন্দর কর্তৃপক্ষ, বন্দর সিকিউরিটি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে ৭৪০ কার্টনে Lamer ব্রান্ডের ন্যানো সিলভার, গ্রে, ব্লু এবং হোয়াইট ফ্লেভারের ৭৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

    এ চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার।

    এর আগে এআইআর টিম গত ৫ সেপ্টেম্বর ফেব্রিক ঘোষণায় ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ এবং গত ২৭ জুন ওয়াটার ফিউরিফাইয়ার মেশিন ঘোষণায় ৫০ হাজার শলাকা সিগারেট আটক করেছিল।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content