• খেলাধুলা

    জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া কমিটির সভা

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ১০:২৬:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে চট্টগ্রামে মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন।

    অতিথি ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মসিউল আলম স্বপন, সদস্য শওকত আজম খাজা।

    মিডিয়া কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, তৌহিদুল সালাম নিশাদ, নুর জাহেদ বাবলু, মিডিয়া কমিটির সদস্য সুলতান মাহমুদ সেলিম, হাসান মুকুল, ইমরান এমি, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম মারুফ প্রমুখ।

    ৩০ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের খেলা লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক বিষয়ে আলোচনা হয়। খেলার দিন সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড সরবরাহ, মিডিয়া বক্স উন্নয়ন, প্রত্যেক মিডিয়া হাউসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content