• মহানগর

    ‘ফেব্রুয়ারিতে শুরু হবে কালুরঘাট নতুন সেতুর কাজ’

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৯:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: আসছে বছরের ফেব্রুয়ারি থেকে বোয়ালখালীবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    কালুরঘাট সেতু নিয়ে উপদেষ্টা বলেন, আশা করছি, ফেব্রুয়ারি মাস থেকে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে। বিদ্যুৎখাতে সুখবর আছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে।

    একটা সুখবর হচ্ছে- সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আইনের মাধ্যমে। ২০১০ সালে এই আইন করা হয়েছিল। এটি হলো দ্রুত লেনদেনের আইন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। হাইকোর্ট আইনটিকে সংবিধানবিরোধী বলেছেন। আপনারা জানেন আমাদের চুক্তিগুলো আন্তর্জাতিক চুক্তি। চাইলেই বা সহজেই বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থিরভাবে এগুচ্ছি।

    সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content