• জাতীয়

    দলীয় কর্মীদেরও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল: নাহিদ

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৯:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: বিগত সময়ে (আওয়ামী লীগ আমলে) অ্যাক্রিডিটেশন কার্ডের কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    অনেক সাংবাদিকের বেতন-ভাতা বকেয়া আছে, এই বিষয়ে আপনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের বেতনের বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে, মন্ত্রণালয় থেকে পত্রিকার কিছু বকেয়া আছে, সেটা আমরা নিশ্চিত করব। মালিকপক্ষকেও আমরা আহ্বান জানিয়েছি, সাংবাদিকদের বেতন যেন যথাসময়ে দেওয়া হয়।

    সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অনেক প্রথিতযশা সাংবাদিক, অনেকদিন থেকে সাংবাদিকতা করছেন, কিন্তু বিগত রেজিমে তারা কখনও সচিবালয়ে ঢুকতে পারেননি। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড কখনোই দেওয়া হয়নি। বিগত রেজিমে অ্যাক্রিডিটেশন কার্ডের কোনো নীতিমালাই ছিল না। দলীয় কর্মীদেরও কার্ড দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, অপরাধ না করেও যদি নাম এসে থাকে, সেটা আমরা ব্যবস্থা নেব।

    তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ে যেহেতু আমাদের কাজ করতে হয়েছে, তাই হয়তো সেখানে ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু যারা মূলত সাংবাদিক না, সাংবাদিকদের নীতিমালার মধ্যে পড়ে না, যারা ব্যক্তিগত নানা সুবিধার মধ্যে দিয়ে গত সরকারের আমলে অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছিলেন, তাদের কার্ডগুলোই বাতিল করা হচ্ছে। যাদের বিরুদ্ধে আইনগত বা আর্থিক অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তথ্য উপদেষ্টা বলেন, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নবায়নের সুযোগ থাকবে। ধীরে ধীরে আমরা নবায়ন করব। কারও যদি নাম এসে থাকে, সে যদি তথ্য প্রমাণ দেন, তাকে আবার বিবেচনা করা হবে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content