• মহানগর

    মানুষ, প্রাণী ও পরিবেশের সুস্থতার জন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে: সিভাসু উপাচার্য

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৯:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: ‘মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের আন্তঃসংযোগই হল ওয়ান হেলথ। এই তিনের সুস্থতা পরস্পরের ওপর নির্ভরশীল। তাই মানুষ, প্রাণী ও পরিবেশের মধ্যে বিভিন্ন রোগের বিস্তার, এর কারণ অনুসন্ধান ও প্রতিকারে তিন সেক্টরের বিশেষজ্ঞদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই।’

    ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৪’ উপলক্ষে সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টর অব পাবলিক হেল্থ ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী।
    সভাপতিত্ব করেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক।

    স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর হেল্থ প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ানের রিসার্চ অ্যাসিসটেন্ট ডা:মেহেরজান ইসলাম আশরাফি। প্রবন্ধ উপস্থাপনের পর প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী ও প্রফেসর ড. শারমীন চৌধুরী, সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. মো: মিজানুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর ডা. অনিরুদ্ধ ঘোষ, সিভাসু’র এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের প্রফেসর ড. শামছুল মোর্শেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাহেদুল ইসলাম, সিভাসু’র একোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাহান আঁকা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-এর সহযোগী অধ্যাপক ডা. রুমানা রশিদ। আকতার, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্যবিষয়ক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রদর্শনী, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের ব্রশিয়ার ও লোগো উন্মোচন এবং স্কুল শিশুদের জন্য প্রতিযোগিতা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content