• অর্থনীতি

    স্বর্ণের দামে ফের রেকর্ড, প্রতি ভরি ১৪০০৬১ টাকা

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ১১:০২:৪৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় ২১ দিনের ব্যবধানে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।

    সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা হয়েছে। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    শনিবার (১৯ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
















    আরও খবর 13

    Sponsered content