• জাতীয়

    তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফখরুলের আবেদনে ১০ যুক্তি

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৮:৩৩:২৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আবেদন (রিভিউ) করেছেন, তার পৃষ্ঠা সংখ্যা ৪১। আর যুক্তি দেখিয়েছেন ১০টির মতো।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

    তিনি জানান, এ রিভিউ আবেদন আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থাপন করা হবে।