প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ১০:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে ফের টানাপোড়েন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অটোয়ায় নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করছে নয়াদিল্লি।
নিজ্জর হত্যায় হাইকমিশনার সঞ্জয় কুমার বার্মাসহ সেখানকার কয়েকজন জড়িত বলে কানাডা অভিযোগ তোলায় সোমবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। খবর এনডিটিভি।
এদিন সন্ধ্যায় দিল্লিতে কানাডিয়ান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়, ভারতের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কানাডার সরকারের প্রতিশ্রুতিতে নয়াদিল্লির ভরসা নেই।