• মহানগর

    সিডিএ নিউ হকার্স মার্কেট দখলের পাঁয়তারা

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৪:২৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের সিডিএ নিউ হকার্স মার্কেটের দোকানদারদের মিথ্যা মামলায় জড়িয়ে একটি মহল মার্কেটটি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

    সোমবার (৭ অক্টোবর) সকালে এনিয়ে মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মার্কেটের দোকানদার সমবায় সমিতি।

    এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহ্বায়ক আকতার জালাল।




    লিখিত বক্তব্যে তিনি বলেন, এই মার্কেটের ২০৪ জন ক্ষুদ্র দোকানদার কয়েক বছর শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে আসছে।

    একটি চক্র মার্কেটে মাঝে মধ্যে সন্ত্রাসীদের নিয়ে শোডাউন দিতে দেখা যায়। চক্রটি সমিতির আহ্বায়ক কমিটির ৫ সদস্যের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর আরেকটি মামলা দায়ের করেছে। এছাড়া আরো বিভিন্ন মামলায় তাদের আসামি করে জীবননাশেরও হুমকি দিয়েছে।




    তিনি আরও বলেন, এসব মামলায় আমাদের জেলে পাঠিয়ে মার্কেটটি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে চক্রটি। তাই আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দোকানদারদের জানমাল রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম, সৈয়দ শাহজাহান, হাফেজ মুহাম্মদ আবছার, মাহমুল হক, জোবায়ের আহমেদ, নজরুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মো. দিদার, নুর নবী প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content