• জাতীয়

    নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৪:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৩০ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করেছে।




    এর আগে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার) কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।




    প্রজ্ঞাপন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

    জনপ্রশাসনের একজন কর্মকর্তা জানান, আগের প্রজ্ঞাপনে শুধু সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া ছিল। নতুন প্রজ্ঞাপনে ‘সেনাবাহিনীর’ পরিবর্তে ‘সশস্ত্র বাহিনীর’ কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content