• মহানগর

    কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৩:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: কিডস ক্লাব চকবাজার, নিউ মার্কেট, মাদার বাড়ী ও বাকলিয়া শাখার উদ্যোগে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের চেয়ারম্যান মুহাম্মদ নেছারুল হক’র সভাপতিত্বে ও কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।




    অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিডস ক্লাবের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিডস্ ক্লাবের সকল উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।




    অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১০০জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা, বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও কারাতে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান, আবৃত্তি স্পোকেন ও সংগীত শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বে চারুকলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে শিল্পিত রুচির প্রতিফলন সভ্যতাকে উন্নততর করে থাকে। আধুনিক জীবনের সকল ব্যবহার্য বস্তুর রূপ শিল্পীর দ্বারাই নির্ধারিত হয়।




    বক্তারা আরো বলেন, সুস্থ সংস্কৃতি, আদর্শ শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে সামাজের স্বনির্ভর আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই কিডস্ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content