• বিনোদন

    আইফা অ্যাওয়ার্ড ২০২৪: সেরা শাহরুখ খান ও রানি মুখার্জি, পুরস্কার জিতলেন আরও যারা

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল চলতি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড। এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে শাহরুখ খান এবং সেরা অভিনেত্রীর মুকুট জিতলেন রানি মুখার্জি।




    এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

    সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

    এছাড়া মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।




    এক নজরে দেখে নেওয়া যাক এ বছর কারা পেলেন পুরস্কার:

    সেরা সিনেমা: অ্যানিমেল
    সেরা অভিনেতা: শাহরুখ খান (জাওয়ান)
    সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
    সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
    সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
    সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
    সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
    সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
    সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
    সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল
    সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
    সেরা সংগীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
    সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)




    আরও খবর 20

    Sponsered content