• জাতীয়

    রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

    গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।




    সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার বলেও তাকে চেনে সবাই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

    ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে মঙ্গলবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।




    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content