• মহানগর

    প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিমানে নতুন সচিব

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: প্রশাসনে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে। আর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে ওএসডি করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।




    ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্নাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব নাসরীন জাহানকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।




    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

    সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আবু সালেহ মোস্তফা কামালকে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content