• মহানগর

    বিপৎসীমায় পানি: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০০:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাঙামাটি প্রতিনিধি: ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে।




    শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটি এম আব্দুজ্জাহের।

    পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮.৫৫ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। পানি বিপৎসীমায় পৌঁছানোর কারণে শনিবার সন্ধ্যা ৬টায় জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।




    প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকাল ৮টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয় কর্তৃপক্ষ। পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬টি জলকপাট বন্ধ করে দেয় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content