• কক্সবাজার

    কক্সবাজার রেলপথে পাহাড় ধস

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৪:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল নেমেছে। পাহাড় ধস হয়েছে চকরিয়ায়। এতে রেলপথের ওপর মাটি পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে মাটি সরিয়ে ফেলায় এ রুটে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।




    অন্যদিকে ভারী বৃষ্টি আর ঝোড়ো বাতাসে সীতাকুণ্ডে রেলপথে গাছ ভেঙে পড়েছে। সেটিও সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা
    কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে মাটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।




    এদিকে ঝোড়ো বাতাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়েছে। দুপুরের দিকে এই দুটি গাছ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর গাছ দুটি সরিয়ে ফেলা হয়। এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content