• মহানগর

    ২৭৯টি সিম, ৭৬ মোবাইল ফোনসহ হাতিয়ায় ইউপি চেয়ারম্যান আটক

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ড, ৭৬টি মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট।

    নৌবাহিনী সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নম্বর নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে আটক করা হয়েছে।




    গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    এরপর তার তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে সিমকার্ড ও মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়েছে।

    এ সব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়। প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্কভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসলে বড় একটি অংশ এ সব মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো।




    অভিযান শেষে আটক চেয়ারম্যানকে জব্দ করা মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

    নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথবাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর 25

    Sponsered content