• মহানগর

    সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১১:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এস এন করপোরেশন নামের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।




    কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বলে জানান সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মামুন।

    আহতরা হলেন- জাহাঙ্গীর (৪৮), আহমদ উল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আল আমিন (২৩), কারিম (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০), সাইফুল (৩০)




    চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত ১২ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

    এস এন করপোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content